হিলিতে তেলের লড়ি খাদে পড়ে নিহত ২

হিলি-বিরামপুর সড়কের ডাংগাপাড়া এলাকায় তেলের লড়ি উল্টে খাদে পড়ে যায়। ছবি: এনটিভি
দিনাজপুরের হিলিতে তেলের লড়ি খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার ডাংগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা বলেন, পাঁচবিবির চৌধুরী ফিলিং স্টেশনের একটি তেলের লরি পার্বতীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে হিলি-বিরামপুর সড়কের হাকিমপুর উপজেলার ডাংগাপাড়া এলাকায় খাদে পড়ে যায়। এতে ক্যাবিনে থাকা দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন লড়ির হেলপার এবং আরেকজন পাঁচবিবির চৌধুরী ফিলিং স্টেশনের ম্যানেজার।