বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কয়েকটি বাগানবাড়ি

বান্দরবানের টাইগারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বাগানবাড়িসহ কয়েকটি ফলদ ও বনজ বাগান। আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে ১টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার টাইগারপাড়া এলাকায় নীলাচল-রুপালি ঝরনা সড়কে দুর্বৃত্তদের লাগানো আগুনে শাহরিয়ারের বাগানবাড়ি, ফলদ বাগান, শাহাজাহানের রাবার বাগান, জসিমের বনজ বাগান, প্রসন্ন কান্তির ফলদ বাগান সম্পূর্ণ পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আজ সন্ধ্যা পর্যন্ত আগুনে আশপাশের আরও কয়েকটি ফলদ-বনজ বাগানের অংশ বিশেষ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২০ লাখ টাকার বেশি হবে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
শাহরিয়ারের বাগানের কেয়ারটেকার অনন্ত চাকমা বলেন, আগুন লাগার কারণ খোঁজে পাচ্ছি না, পাশের রাবার বাগান দেখতে কয়েকজন লোক এসেছিল দেখেছি, কারোর সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আবার শত্রুতা করেও কেউ আগুন লাগিয়ে থাকতে পারে।
ক্ষতিগ্রস্ত বাগানের মালিক শাহজাহান বলেন, আগুন কীভাবে লেগেছে জানি না, আমাদের রাবার বাগান পুড়ে গেছে। আগুনের ব্যাপকতা অনেক বেশি ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, আগুন লাগার কারণটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পানির স্বল্পতা আর আগুনের ব্যাপকতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনাটা সম্ভব হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।