গাজীপুরে আগুনে পুড়ল ৩ ঝুট গোডাউন

কালিয়াকৈরে মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঝুট গোডাউন। ছবি : এনটিভি
গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে তিনটি ঝুট গোডাউন পুড়ে গেছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) ভোর ৪টার দিকে কালিয়াকৈরের চন্দ্রার জোড়া পাম্প এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইফতেখার রায়হান জানান, চন্দ্রার জোড়া পাম্প এলাকায় মঙ্গলবার ভোর ৪টার দিকে একটি ঝুটের গোডাউনে আগুনে সূত্রপাত হয়। পরে দ্রুতই পাশের আরও দুটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে দুটি এবং পরে কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসে চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈরে মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঝুট গোডাউন। ছবি : এনটিভি
ইফতেখার রায়হান আরও জানান, অগ্নিকাণ্ডে ঝুট গোডাউনের সব মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।