পীরগঞ্জে ফেন্সিডিলসহ দুই যুবক আটক

পীরগঞ্জে মঙ্গলবার রাতে ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। ছবি : এনটিভি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাঁচ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।
গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উপজেলার বৈরচুনা সীমান্তের বৈরচুনা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার ধনতলা শাহাপাড়া গ্রামের শুভ ইসলাম ও মাহবুব আলম।
বিজিবি জানায়, বৈরচুনা সীমান্তের বৈরচুনা গ্রাম থেকে পাঁচ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। এ সময় মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবির টহল দল। পরে তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করা হয়।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মাদক মামলায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।