গোপালগঞ্জে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলার উদ্বোধন

গোপালগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন আউটার প্র্যাকটিস গ্রাউন্ডে এ মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাড. কাজী জিন্নাত আলী।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি আলহাজ মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামানসহ অনেকে।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি আলহাজ মো. মোশাররফ হোসেন বলেন, ‘গোপালগঞ্জে চিত্ত বিনোদনের ব্যবস্থা নেই। তাই প্রতিবছর আমরা এ মেলার আয়োজন করে থাকি। বিগত দুই বছর নানা প্রতিকূলতার কারণে আমরা মেলা করতে পারিনি। সুস্থ ধারার বিনোদন দিতে ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে এ বছর আমরা শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করেছি। এখানে দেশি-বিদেশি কুটির, হস্ত ও বৃহৎ শিল্পে উৎপাদিত শিল্প, খাদ্যসহ বিভিন্ন পণ্যের স্টল বসেছে। এখান থেকে সুলভ মূল্যে ক্রেতারা এসব পণ্য ক্রয় করতে পারবেন। পাশাপাশি থাকছে নাগরদোলা, সার্কাসসহ গ্রাম বাংলার ঐতিহ্যের বিভিন্ন বিনোদনের ব্যবস্থা।’