ক্যাশবাক্সের তালা ভেঙে ব্যবসায়ীর ৪ লাখ টাকা চুরির অভিযোগ

নীলফামারীতে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসায়ীর ক্যাশবাক্সের তালা ভেঙে চার লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে। ছবি : এনটিভি
ক্যাশবাক্সের তালা ভেঙে ব্যবসায়ীর চার লাখ টাকা চুরির অভিযোগ অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় নীলফামারী কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন দোকানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, ‘আমি ইফতার করে দোকানের ক্যাশবাক্সে তালা দিয়ে পানি উন্নয়ন বোর্ডের ভেতরে মসজিদে নামাজ পড়তে যাই। এসে দেখি কে বা কারা ক্যাশবাক্সের তালা ভেঙে আমার ব্যবসার চার লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। ঈদে লেনদেনের জন্য আমি আত্মীয়-স্বজনের কাছে টাকাগুলো ধারদেনা করে এনেছিলাম। আমি সর্বস্বান্ত হয়ে গেলাম।’
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘কিশোরগঞ্জ থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চালাচ্ছি। এই চুরির সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’