বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি। আলহামদুলিল্লাহ এই দেশের ছোট ছোট বাচ্চারা, যাদের মাতৃভাষা আরবি নয় তারা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর পুরস্কার নিয়ে আসছেন। যা আমাদের জন্য গর্বের। এই কুরআনের আলোতে আমাদের সমাজ আলোকিত হবে ইনশাআল্লাহ।
আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পিএইচপি কুরআনের আলো ২০২৫ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
এবারের আসরে সেরাদের সেরা হয়েছেন হবিগঞ্জের লাখাইর হাফেজ মুহাম্মদ মুহিবুল্লাহ মাসুম। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ঝিনাইদহের হাফেজ মুহাম্মদ হুসাইন আহমদ। তৃতীয় হয়েছেন নেত্রকোনার হাফেজ হাফেজ মুহাম্মদ শোয়াইবুর রহমান। চতুর্থ হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোটের হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল সানিম।
ধর্ম উপদেষ্টা বলেন, ১৭ বছর ধরে পিএইচপি কুরআনের আলোর সন্ধানে আমাদের গ্রামেগঞ্জে ছড়িয়ে- ছিটিয়ে থাকা কুরআনের পাখিগুলোকে তারা সন্ধান করে আনছেন। জিনাইদহ বা কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় আমাদের প্রতিভা ছড়িয়ে আছে। পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে তারা এই সব এলাকা থেকে প্রতিযোগীদেরকে বাছাই করে আনছেন এবং অনেকেই আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার নিয়ে আসছেন।
খালিদ হোসেন বলেন, এই বাছাই করার ক্ষেত্রে বাংলাদেশ থেকে কারা বিদেশে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সেটা ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন করে থাকে। অতি সম্প্রতি আমরা কিছু বাছাই করেছি। কুয়েত, আলজেরিয়া, তুরস্ক ওখানেও তারা পুরস্কার পেয়ে আসছেন। এই জন্য আমি পিএইচপি পরিবার, কুরআনের আলো ফাউন্ডেশন এবং এনটিভি কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাই।