মুন্সীগঞ্জের ১৫ গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

মুন্সীগঞ্জের কয়েকটি গ্রামে আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। ছবি : এনটিভি
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মুন্সীগঞ্জের দুই উপজেলার অন্তত ১৫ গ্রামে আজ রোববার (৩০ মার্চ) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ সকালে এসব এলাকায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
জেলা সদরের শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি ঈদগাহে জাহাগিরিয়া মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় ঈদ জামাত। এতে স্থানীয় শতাধিক ব্যক্তি অংশ নেন।
জাহাগির তরিকার অনুসারীদের মতে, পৃথিবীর যেকোনো স্থান থেকে নবচন্দ্র দেখা গেলেই ঈদ পালন করা উচিত। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ উদযাপন করছেন তারা।