চীন সফরে তিস্তার তালা খুলে দিয়েছেন ড. ইউনূস : খলিলুর রহমান

প্রধান উপদেষ্টার হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। দেশের তিস্তার পানি সুষমভাবে কাজে লাগাতে চীনের সঙ্গে চুক্তি করেছে সরকার। প্রধান উপদেষ্টা চীনে গিয়ে চাবি দিয়ে তালা খুলে দিয়েছেন। চীনের প্রেসিডেন্ট সর্বোচ্চ সহযোগিতা করবেন।
আজ রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে জানাতে আয়োজিত ব্রিফিংয়ে খলিলুর রহমান এ তথ্য জানান।
ঐতিহাসিক এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, আমরা নদীমাতৃক দেশ। পানির ওপর আমাদের জীবনযাত্রা বহুলাংশে নির্ভরশীল। বাংলাদেশের সঙ্গে চীনের সর্ম্পক ৫০ বছরের। এ সর্ম্পক আরও জোরদার হয়েছে এবারের সফরে। বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের যে পরিবর্তন তার প্রভাব আগামী ৫০ বছরে বাংলাদেশের জনগণের ওপর পড়বে। সেদিক ভেবে আমাদের প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে পানি সম্পদ নিয়ে দীর্ঘ বিস্তৃত আলাপ করেছেন। বাংলাদেশের রিভার সিস্টেম ব্যবস্থাপনা নিয়ে কথা হয়েছে।
তিস্তার পানি নিয়ে কী ধরনের চুক্তি করা হয়েছে এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, বাংলাদেশের পানির সঠিক ব্যবহারে চীন আমাদের সহযোগিতা করবে। বিশেষত বর্ষাকালে প্লাবন ও শুকনো মৌসুমে পানি না থাকা এসব বিষয়ে নদীর পানি বন্টনে চীন আমাদের সঙ্গে কাজ করবে।
রোহিঙ্গা ইস্যুতে ড. খলিলুর রহমান বলেন, চীন সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। বিষয়টির সমাধানে চীন সহায়তার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশে চট্টগ্রামের আনোয়ারা ও মোংলা পোর্ট এলাকায় ইকোনোমিক জোন তৈরিতে কাজ করতে আগ্রহী চীন।
বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে চীন আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, চীন সফরে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কাজ করেছি। ১০০ জন ব্যবসায়ীকে নিয়ে আমরা সেমিনার করেছি। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য দিয়েছেন। বাংলাদেশে বর্তমানে ব্যবসা বাণিজ্যর সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে এই বিষয়টি আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। এসব ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
ড. মুহাম্মদ ইউনূস গত ২৬ মার্চ চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। সফরে প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এ ছাড়া প্রধান উপদেষ্টা চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে ভাষণ দেন। সেখানে চীনের ব্যবসায়িক প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করেন।
চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) চেয়ারম্যান চেন হুয়াইউয়ের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। এরপর শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস।