জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে বিএনপি : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে। আজ রোববার (৩০ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও জানান, কয়েকজন উপদেষ্টার বক্তব্যে আশাহত হয়েছেন জানিয়ে বিএনপির মহাসচিব।
নির্বাচিত সরকারের শক্তি আর অনির্বাচিত সরকারের শক্তি এক নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, কিছু কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। এই ব্যাপারে বাধা দেখা গেলে রাস্তায় নামতে হবে।
কয়েকজন উপদেষ্টার বক্তব্যে আশাহত হয়েছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে। নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেওয়া উচিত।
একটি দলকে প্রতিষ্ঠার জন্য সরকারি সুযোগ-সুবিধার খবর পাচ্ছেন বলে জানিয়েছেন ফখরুল। তিনি বলেন, সরকারি টাকা বরাদ্দ, উন্নয়নের জন্য কাজ নেওয়ারও ঘটনা ঘটছে।
বিএনপিকে এখন ভারতপন্থি হিসেবে নতুন করে চিহ্নিত করার চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, বিএনপি সব সময় বাংলাদেশপন্থি।
সেনাবাহিনীকে বিতর্কিত করা কোনোভাবেই উচিত নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘৫ আগস্টের সময় যে ভূমিকা পালন করেছে তাতে নিজেদের দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করেছে সেনাবাহিনী।’
জনপ্রিয়তা কমাতে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি জানান, সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে অনেক সংকট কমে যাবে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের চীন সফর ইতিবাচক জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভূরাজনৈতিকভাবে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুব জরুরি। সবার সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করা দরকার। নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের মত দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে।