ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন অনেকে

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (১ এপ্রিল)। ইতোমধ্যে রাজধানীবাসী ঈদ পালন করতে গ্রামে চলে গেছে। তবে অনেকে ঈদের আগে না যেতে পারলেও আজ বাড়ি যাচ্ছেন।
রাজধানীর গুলিস্তান, টিকাটুলি, মানিকনগর, সায়দাবাদ, যাত্রাবাড়ি, শনির আখড়া, ডেমরা, সাইনবোর্ড ও চিটাগাং রোডে গিয়ে এ চিত্র দেখা গেছে।
সায়দাবাদে কথা হয় আজ গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা করা নিয়াজ উদ্দিনের সঙ্গে। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘ঈদের দিন পর্যন্ত দোকান খোলা ছিল। তাই আজ পরিবার নিয়ে সাত দিনের জন্য খাগড়াছড়ি যাচ্ছি।’
নিয়াজ উদ্দিন আরও বলেন, বায়তুল মোকারমের পাশে তার আতর-টুপির ব্যবসা রয়েছে। ঈদের নামাজের আগে অনেকে তার দোকান থেকে টুপি-আতর ও জায়নামাজ কেনেন। ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার কারণে ঈদের পর দিন বাড়িতে যাচ্ছেন ও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

অপর যাত্রী সাইফুল বলেন, ‘ঢাকায় শ্বশুর বাড়ি রয়েছে। স্বজনদের সঙ্গে ঢাকায় ঈদ করে পরিবারকে নিয়ে এখন কুমিল্লায় নিজ বাড়িতে যাচ্ছি।’

সাইফুল আরও বলেন, ‘ভোগান্তি এড়াতেই ঈদের পরদিন ঢাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। পুরো পরিবার, আত্মীয়-স্বজন নিয়ে সবাই একসঙ্গে যাচ্ছি।’

কুমিল্লাগামী এশিয়া লাইনের বাসচালকের সহকারী মনসুর বলেন, ‘এবার ঈদে যাত্রীর চাপ খুব বেশি ছিল না। তবে আজও অনেকেই বাড়ি যাচ্ছেন। ঈদে আমরা বাড়তি ভাড়া নিচ্ছি না। তবে অনেকে খুশি হয়ে বাড়তি কিছু দিচ্ছেন। তবে কুমিল্লা থেকে আমাদের খালি গাড়ি আনতে হচ্ছে। সেই দিক থেকে আমাদের কিছুটা ক্ষতি হচ্ছে।’
