মাথা ন্যাড়া করে আত্মগোপনে থেকেও গ্রেপ্তার আ.লীগনেতা

মাথা ন্যাড়া করে আত্মগোপনে থেকেও গ্রেপ্তার এড়াতে পারলেন না সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা। আজ বুধবার (২ এপ্রিল) সকালে হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়ার ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই ইউপি চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। পুলিশ ও সাধারণ মানুষ যেন তাকে চিনতে না পারে, এ জন্য মাথা ন্যাড়া করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, জুলাই আন্দোলনের সময় ৫ আগস্ট সলঙ্গা থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি মামলা হয়। মামলায় এজাহারনামীয় আসামি আলম রেজা। সকালে হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।