জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার খসড়া তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা হয়েছে এবং শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে। আজ বুধবার (২ এপ্রিল) তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক অপরাধের তথ্য-প্রমাণ মিলেছে, শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে।
গত ১৭ অক্টোবর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ বিষয়ে চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণহত্যাসহ বিগত ১৫ বছরে গুম ও ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল। হাজার হাজার মানুষকে সাদা পোশাকে কিংবা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত। এরপর তারা আর কোনোদিন ফিরে আসতো না, অধিকাংশই ফিরে আসেনি। কেউ কেউ ফিরে আসলেও তাদের সুনির্দিষ্ট কিছু মামলায় আটক দেখানো হয়েছে। আর কেউ স্বৈরশাসনের অবসানের পর ‘আয়নাঘর’ থেকে ফিরে এসেছেন। আদালতে এসব অভিযোগ উপস্থাপনের পর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।