সখিপুরে চেতনানাশক স্প্রে করে স্বর্ণালঙ্কার লুট

টাঙ্গাইলের সখীপুর থানা। ফাইল ছবি
টাঙ্গাইলের সখিপুরে দিনের বেলায় ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও খাদ্য সামগ্রী লুট করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের জুলহাস উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া ইউপি সদস্য মো. আজহার মিয়া।
ভুক্তভোগী জুলহাস উদ্দিন জানান, দুপুরে খাবার খেয়ে তিনি বাজারে যান। এই সুযোগে দুর্বৃত্তরা তার স্ত্রীকে একা পেয়ে চেতনানাশক স্প্রে করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী হাতিয়ে নেয়।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।