ঈদের ছুটি শেষে ফিরছে মানুষ, প্রাণ ফিরে পাচ্ছে ঢাকা

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) ও আজ শনিবার (৫ এপ্রিল) লঞ্চ, ট্রেন, সড়ক পথে ঢাকায় ফিরছেন অনেকেই। পরিবার—প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় প্রবেশ করছে নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষেরা।
সরকারি অফিস-আদালতগুলো আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে চালু হলেও অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আজ শনিবার থেকে শুরু হয়েছে। এতে করে গতকাল শুক্রবার থেকে ঢাকা ফেরা শুরু করেছে মানুষ।
আজ যাত্রাবাড়ি, সায়েদাবাদ সদরঘাটের টার্মিনাল খোঁজ নিয়ে জানা যায়, পোশাকখাতসহ প্রাইভেট প্রতিষ্ঠানগুলো শনিবার থেকে খুলেছে। পরিবার-পরিজন নিয়ে গ্রাম থেকে শুক্রবার থেকে ফিরছে মানুষ। ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে যাত্রীতে পরিপূর্ণ ছিল দূরপাল্লার বাসগুলো। পথে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরাও।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা মাহমুদ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘এবার এক সপ্তাহ ছুটি পেয়ে খুবই সুন্দরভাবে ঈদ কাটিয়েছি। শনিবার থেকে অফিস থাকায় শুক্রবার পরিবার নিয়ে ফিরেছি। রাস্তায় আসা যাওয়া কোনো ভোগান্তি হয়নি। এ প্রথম ঈদে রাস্তায় দুর্ভোগ ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরেছি।’
চাঁদপুর থেকে আসা ঈমাম হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘ভোর সাড়ে ৬টা চাঁদপুর থেকে রওয়ানা হয়ে সকাল সাড়ে ১০টায় পৌঁছালাম। এবারের ঈদের যাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং ভোগান্তি ছাড়াই যাতায়াত হয়েছে।’
ফেনী থেকে আসা রবিউল ইসলাম এক যাত্রী বলেন, ‘সড়কপথে যাওয়া—আসার পথে কোনো ধরনের ভোগান্তি হয়নি এবার। যানজট ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরলাম। ছুটি শেষ হচ্ছে আজ, কাল অফিস খুলছে, তাই আজ চলে আসলাম।’
চট্টগ্রাম থেকে আসা এক সরকারি কর্মকর্তা বলেন, ‘কোনো ধরনের ভোগান্তি হয়নি। এবার ঈদের ছুটি লম্বা হওয়াতে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ বেশি সময় ধরে উপভোগ করা গেছে। ফলে ঢাকায় আসলাম ঈদের আনন্দ নিয়ে। বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। তবে কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট কাটার সময় টিকিটপ্রতি ৫০ টাকা ‘বকশিশ’ দিতে হচ্ছে।’
এদিকে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৮ দিনের ছুটিতে চলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। যা আগামী ৮ এপ্রিল পর্যন্ত চলবে। ছুটি শেষে আগামী ৯ এপ্রিল পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।