ফরিদপুরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ফরিদপুর পৌরসভার মুন্সিবাজার এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী দুই ভাই রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাসকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে গেরদা ইউনিয়নের কাজী বাড়ি মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তাদের দুজনের মধ্যে রঞ্জিত বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহতদের বড় ভাই আশুতোষ জানান, রাতে গেরদা ইউনিয়নের সাহেব বাড়ির এনাম মিয়ার বাসায় দাওয়াত খেয়ে রাত ১১টার দিকে নিজ বাড়িতে মোটরসাইকেলে ফেরার সময় কাজী বাড়ি মসজিদ মোড় এলাকায় পৌঁছালে আমার ভাইদের ওপর হামলা করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে গেরদা ইউনিয়নের সাহেব বাড়ি থেকে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ১১টার দিকে নিজ বাড়িতে মোটরসাইকেলে দুই ভাই ফিরছিলেন। পথে কাজী বাড়ি মসজিদ মোড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি হামলা চালিয়ে রঞ্জিত বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় রঞ্জিত বিশ্বাসের সাথে থাকা তার সহোদর লিটন বিশ্বাস আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রঞ্জিত বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
ওসি মো. আসাদুজ্জামান আরও জানান, পুলিশের একাধিক টিম ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করেছে। হামলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।