ঈদের ছুটিতে বিএমইউ বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন দুই সহস্রাধিক রোগী

ঈদের ছুটিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগ থেকে দুই হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএমইউ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটিতে যেন চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে বহির্বিভাগ খোলা রাখার নির্দেশ দিয়েছিলেন বিএমইউ উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সে অনুযায়ী, ২৯ মার্চ ও ২ এপ্রিল বহির্বিভাগ খোলা রাখা হয়েছিল। এ দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে দুই হাজারেরও বেশি রোগীকে সেবা দেন বিএমইউর চিকিৎসকরা।
এ ছাড়া ছুটির সময়েও প্রতিদিনই হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগে প্রচলিত নিয়মে খোলা ছিল। একই সঙ্গে হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু ছিল বলে জানিয়েছে বিএমইউ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের দিন অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নির্দেশে বিএমইউতে চিকিৎসাধীন ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাসহ রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের করা হয়। এ ছাড়া ঈদের দিন শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ এবং শিশু নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন শিশুদের ঈদের উপহার দেন বিএমইউ ভিসি। জুলাই যোদ্ধাদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বিএমইউ সূত্রে আরও জানা গেছে, ২৯ মার্চ, ৩১ মার্চ ও ২ এপ্রিলসহ প্রায় প্রতিদিনই হাসপাতালে আসেন ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এ সময় রোগীদের খোঁজ-খবর নেন তিনি।
ভিসির হাসপাতাল পরিদর্শনকালে বিএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম, শিশু নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ সাইমুল হক, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. আবু নাসের, ভিসির একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব ও মো. লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।