আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা আর নেই
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস ইউ এফ মুকরেমা রেজা আর নাই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
আজ রোববার (৬ এপ্রিল) ভোররাত ৩ টা ৪৫ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুকরেমা রেজা। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মৃত্যুকালে মুকরেমা রেজা দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বেশকিছু দিন ধরেই নানা রোগে ভুগছিলেন তিনি।
শায়রুল কবির খান বলেন, এস ইউ এফ মুকরেমা রেজার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
শায়রুল কবির আরও বলেন, আজ রোববার বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে প্রয়াত মুকরেমা রেজার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
মায়ের অসুস্থতার খবর পেয়ে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি জরুরি ভিত্তিতে গত ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন। পরে আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাহিয়া রহমানও লন্ডন থেকে ঢাকায় আসেন।
শর্মিলা রহমানের বাবা এম এইচ হাসান রাজা ২০১৭ সালের ১৮ মার্চ ইন্তেকাল করেন।