৮ দিন পর সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি শুরু

টানা ৮ দিন বন্ধের পর রোববার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু। ছবি : ইউএনবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা আট দিন ছুটির পর আজ রোববার (৬ এপ্রিল) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
রুহুল আমিন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরে গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা আটদিন ছুটি ঘোষণা করা হয়েছিল। ফলে এই সময়ে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল।
রুহুল আমিন আরও বলেন, ছুটি শেষে আজ সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরেছে।