গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে জাবিতে সংহতি সমাবেশ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি প্রধান ফটক ঘুরে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সামিয়া জামান বলেন, ‘আমার পড়াশোনার প্রতিটি বিষয় থাকে কীভাবে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষা করা যাবে। প্রতিমুহূর্ত ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে, তাতে মনে হচ্ছে- আমার পড়ালেখার পুরোটাই মিথ্যা। যে শান্তি প্রতিষ্ঠার জন্য এতো এতো সংগঠন তৈরি হচ্ছে ও অর্থ ব্যয় হচ্ছে, মনে হচ্ছে তার পুরোটাই মিথ্যা। আমরা চাই অতিদ্রুত প্যালেস্টাইনের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হোক।’
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘একজন মানুষ হিসেবে মানবতার প্রশ্নে আমাদের কি করণীয় সেটা আমাদের করতে হবে। আমি একজন সাধারণ মানুষ। সেখানে গিয়ে আমি তেমন কিছু করতে পারব না। তবে আমি সেসব বিখ্যাত মানুষ যারা মানবাধিকার নিয়ে চিৎকার করে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মুসলমান কিংবা ভিন্ন ধর্মের মানুষের রক্ত যদি আপনাদের হৃদয়ে স্পর্শ না করে তাহলে আপনারা আসলে অধিকারকর্মী নন। আপনাদের এই অধিকার কর্মটি হচ্ছে পুঁজিবাদ টিকিয়ে রাখার কৌশল। গাজায় যে গণহত্যা হয়েছে সেটিকে কোনো অর্থনীতি বা কোনো রাজনীতি সমর্থন করে না।’