ধামরাইয়ে জলমহালের মাছ লুট, গ্রেপ্তার ৭

ঢাকা জেলার ধামরাইয়ে সরকারি জলমহাল থেকে মাছ লুটের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত দুদিনে সুতিপাড়া ইউনিয়নের কৈলা বিল থেকে প্রায় ৫০ লাখ টাকার মাছ লুট করে একদল উচ্ছৃঙ্খল জনতা।
অভিযোগে জানা যায়, সরকারি কৈলা বিল ইজারা নিয়ে সেখানে মাছ চাষ করে আসছিলেন নজরুল ইসলাম ও রাসেল মিয়া নামে দুই উদ্যোক্তা।
উদ্যোক্তারা জানান, গত দুদিনে ধামরাই, মানিকগঞ্জ, সিঙ্গাইর থেকে আসা তিন শতাধিক মাছ শিকারি দলবদ্ধভাবে পলো, জাল ও লাঠিসোটা নিয়ে জল মহালে নেমে পড়ে। বাধা উপেক্ষা করে শিকারিরা ৫০ লক্ষাধিক টাকার মাছ লুটে নেয় বলে অভিযোগ তাদের।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ওই জলমহালে অভিযান চালিয়ে মাছ ধরার উপকরণসহ সাতজনকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি জানান, দলবদ্ধভাবে মাছ লুটের ঘটনায় মামলা হয়েছে। আটক সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার করা মাছ শিকারিরা জানান, অন্যদের দেখা দেখি তারাও বিভিন্ন উপকরণ নিয়ে মাছ ধরা উৎসবে মেতে ছিলেন। গ্রেপ্তার হওয়ার পর জানতে পারেন, জলমহাল ইজারা নিয়ে সেখানে মাছ চাষ করা হচ্ছিল।
জলমহালের ইজারাদার নজরুল ইসলাম জানান, শিকারিরা মাছ লুট করায় জলমহালে মাছের আর ছিটেফোঁটাও নেই। অবাধে লুটপাট চলায় তারা সর্বস্বান্ত হয়ে গেছেন বলে দাবি করেন ইজারাদাররা।