‘প্রিয় ভাইয়েরা, পানি খেয়ে যান’

ফিলিস্তিনির প্রতি ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আজ শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত হয়েছে। এতে সংহতি জানিয়ে ঢাকা ও এর আশপাশ এবং সারাদেশ থেকে লাখ লাখ মানুষ গণজমায়েতে অংশ নেন। মোনাজাতের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শেষ হয় বিকেল পৌনে ৪টায়।
পরে ফিরতি পথেও মানুষের ঢল নামে। শাহবাগ থেকে ফার্মগেটের দিকে মানুষ আর মানুষ। বাংলামোটর বাসস্ট্যান্ডের পাশের একটি বাসার সামনে দেখা গেল ভিন্নধর্মী এক দৃশ্য। বাসার ভেতর থেকে পাইপের মাধ্যমে রাস্তায় পানি সরবরাহ করা হচ্ছে এবং সেই পানি গণজমায়েত শেষে ফিরতি পথের মানুষকে ডেকে ডেকে খাওয়ানো হচ্ছে।
পানি খাওয়ানোর সময় এক যুবক গণজমায়েতে অংশ নেওয়া ব্যক্তিদের উদ্দেশ্যে বলছিলেন, ‘আসেন ভাইয়েরা, পানি খেয়ে যান। বসে পানি খাওয়া সুন্নত। বসে পানি খান।’
সরেজমিন দেখা যায়, বাসার ভেতরের পানির মোটর থেকে পাইপে করে পানি আনা হচ্ছিল রাস্তায়। প্রথমে পাইপ থেকে পানি রাখা হচ্ছিল একটি বালতিতে। সেখান থেকে জগে করে পানি নিয়ে তা গ্লাসে করে খাওয়ানো হচ্ছিল। অনেকেই তাদের দেওয়া পানি পান করছিলেন।
এ আয়োজনে সাথে সম্পৃক্ত ছিলে বেশ কয়েকজন। তবে তারা নাম প্রকাশ করে কথা বলতে চাননি। নাম না জানিয়ে তাদের একজন বলেন, ‘প্রচুর গরম। সবাই এখানে এসেছে গণহত্যার প্রতিবাদ করতে। হেঁটে অনুষ্ঠানে গিয়েছে, আবার হেঁটে চলে যেতে হচ্ছে। ফলে প্রচুর কষ্ট হচ্ছে। তাই আমরা বাসার পানির মোটর দিয়ে এখানে পানি খাওয়ানোর ব্যবস্থা করেছি। মানুষ একটু আরাম পাক, আমাদেরও ভালো লাগুক।’
শাহবাগ মোড়েও বিকেল চারটার দিকে এক ব্যক্তিকে পানি পান করাতে দেখা যায়। তিনি তিন-চার কেস পানি নিয়ে এলেন, আর সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে গেল। এ ছাড়া গাড়িতে করেও অনেককে পানি পান করাতে দেখা গেছে।