গাজায় হামলা বাড়ানোর ঘোষণা নেতানিয়াহুর

হামাসের ওপর চাপ বাড়াতে গাজা নগরী এবং এর আশপাশের এলাকায় হামলা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ রোববার (৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা গাজা নগরীর উপকণ্ঠে ও খোদ গাজা নগরীর ভেতরে অভিযান আরও তীব্র করছি। আমাদের বাহিনী ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করছে এবং শনাক্ত করা সন্ত্রাসীদের ভবনগুলো গুঁড়িয়ে দিচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির।
ইসরায়েল হামলা বাড়ানোর ফলে গাজার বাসিন্দাদের মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য একটি ‘মানবিক অঞ্চল’ তৈরি করেছে। প্রায় এক লাখ বাসিন্দা গাজা নগরী ছেড়ে সেখানে চলে গেছেন। তিনি হামাসের বিরুদ্ধে বেসামরিক লোকদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহারের অভিযোগ করেন।
তবে গাজার বাসিন্দা মুস্তাফা আল-জামাল জানান, তিনি কোথাও যাচ্ছেন না। তার মতে, ইসরায়েলি সামরিক বাহিনীর ঘোষিত নিরাপদ অঞ্চলেও বারবার বোমা হামলা হয়েছে। তিনি বলেন, ‘আমরা কোথায় যাব? আমাদের কাছে টাকা নেই, তাঁবু নেই, ঘর নেই, খাবার নেই।’

এদিকে, গাজা নগরী দখলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলের ভেতর থেকেই প্রতিবাদ উঠেছে। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) ইসরায়েলি বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। তাদের আশঙ্কা, এর ফলে গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের জীবন ঝুঁকির মুখে পড়বে। জেরুজালেমের বিক্ষোভকারী এডিথ এই যুদ্ধকে ‘রাজনৈতিক যুদ্ধ’ বলে অভিহিত করেন। তিনি জিম্মি, সৈন্য ও গাজার জনগণকে নিয়ে শঙ্কা প্রকাশ করেন।