ঠাকুরগাঁয়ে ভারতীয় রুপিসহ যুবক আটক

এক লাখ ভারতীয় রুপিসহ আটক হোসেন আলী। ছবি : এনটিভি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে এক লাখ ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার নেকমরদ কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক পার্শ্ববর্তী হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধার গ্রামের বাসিন্দা হোসেন আলী (৪০)।
থানা সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে হোসেন আলীকে আটক করে। এ সময় তার কাছে এক লাখ ভারতীয় রুপি পাওয়া গেছে। পরে তাকে রাণীশংকৈল থানায় সোপর্দ করা হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলা জেল হাজতে পাঠানো হবে।