চুরি হওয়া ২৮ লাখ টাকার গার্মেন্টস সামগ্রী উদ্ধার, আটক ১

যশোরের বেনাপোল বন্দর থেকে চুরি হওয়া ২৮ লাখ টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী উদ্ধার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। আজ শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা সদরের বিনেরপোতা এলাকায় অভিযান চালিয়ে এই মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিবলুর রহমান আটক হয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক এসব তথ্য জানান।
মো. শামিনুল বলন, গত ৬ এপ্রিল বিকেলে বেনাপোল বন্দর থেকে খলিলুর রহমান অ্যান্ড সন্স নামক একটি প্রতিষ্ঠানের আমদানি করা ১০০ রোল গার্মেন্টস পণ্য বোঝাই একটি ট্রাক চুরি হয়। ওই দিনই প্রতিষ্ঠানটির ম্যানেজার বুলবুল আহমেদ বেনাপোল বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্রাকটির অবস্থান শনাক্ত করলেও মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
এই পুলিশ কর্মকর্তা বলন, পরবর্তীতে তদন্তের মাধ্যমে জানা যায়, চুরি হওয়া গার্মেন্টস সামগ্রী সাতক্ষীরার বিনেরপোতার কয়েকটি বাড়িতে রাখা হয়েছে। এরই প্রেক্ষিতে আজ সকালে বিনেরপোতা এলাকায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের ১০০ রোল গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিবলুর রহমানকে বেনাপোল বন্দর থানা পুলিশ আটক করেছেন। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।