কাল মেট্রোরেলের দুই স্টেশন ১২টা পর্যন্ত বন্ধ থাকবে

মেট্রোরেল। ফাইল ছবি
পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) মেট্রোরেলের দুটি স্টেশন সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এই স্টেশনগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ।
আজ রোববার ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে এ সংক্রান্ত এক নোটিশে মেট্রো চলাচলের এই বিশেষ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
নোটিশে ডিএমটিসিএল জানায়, বাংলা নববর্ষ ১৪৩২ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে আগামী ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।