কূপ খনন করতে গিয়ে দুইজনের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী থানা। ফাইল ছবি
শেরপুরের ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের শালচূড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঝিনাইগাতীর শালচূড়া এলাকার নীপুরায় কোচের ছেলে নারায়ণ কোচ (৩৮) ও শালচুড়া এলাকার মৃত নীল মহন কোচের ছেলে নিরাঞ্জন কোচ (৩৫)। তারা সম্পর্কে পরস্পরের ভায়রা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, নারায়ণ কোচ তার বাড়িতে পানি সরবরাহের জন্য একটি কূপ খনন করেন। কূপ খনন শেষে তিনি কূপের ভেতর মাটি ও আবর্জনা সরানোর জন্য নিচে নামেন। কিন্তু কূপের নিচে অক্সিজেন কম থাকায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করতে তারই ভায়রা নিরঞ্জন কোচ কূপে নামেন। তিনিও জ্ঞান হারান। স্থানীয়রা পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কূপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে।