ধানমণ্ডিতে চাঁদাবাজির অভিযোগে ভাইরাল সেই যুবক গ্রেপ্তার

রাজধানীর ধানমণ্ডির জিগাতলায় ইবনে সিনা হসপিটালের সামনে প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়ার অভিযোগে আশরাফুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার রাজনৈতিক পরিচয় মুখ্য না।
ধানমণ্ডি থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে ধানমণ্ডির জিগাতলা এলাকায় ইবনে সিনা হসপিটালের সামনে পার্কিং করায় একটি প্রাইভেটকার থেকে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা যুবক আশরাফুল রসিদ দিয়ে টাকা আদায় করছেন। এ সময় প্রাইভেটকারে থাকা ব্যক্তির সঙ্গে তর্কাতর্কি হয় ওই যুবকের। প্রাইভেটকারে বসা ওই ব্যক্তি টাকা আদায় করায় আশরাফুলের বিরুদ্ধে মাস্তানি করার অভিযোগ তোলেন। উত্তরে ওই যুবক বলেন, ‘হ, করতাছি। কোনো সমস্যা?’ এ সময় প্রাইভেটকারে ওই ব্যক্তির সঙ্গে থাকা এক নারী ওই যুবকের নাম জানতে চান। উত্তরে আশরাফুল বলেন, ‘নাম দিয়ে কী হবে?’ এরপর প্রাইভেটকারে থাকা ওই ব্যক্তি বলেন, ‘রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’
ভিডিও করা হচ্ছে বুঝতে পেরে আশরাফুল চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না।’