ভোলায় তিন লাখ পিস ইয়াবা ধ্বংস করল কোস্ট গার্ড
বাংলাদেশ কোস্ট গার্ডের (দক্ষিণ জোন) যৌথ অভিযানে উদ্ধার হওয়া প্রায় তিন লাখ পিস ইয়াবা ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ভোলার খেয়াঘাটে অবস্থিত কোস্ট গার্ড দক্ষিণ জোন কার্যালয়ে নির্বাহী হাকিম ও ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের উপস্থিতিতে এ ইয়াবা পানিতে গুলিয়ে নষ্ট করে মাটিচাপা দেওয়া হয়।
এ সময় কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট সাব্বির আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি কোস্ট গার্ড দক্ষিণ জোন ও র্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে তিন লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, জব্দকৃত ইয়াবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় ও নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। পরবর্তী সময়ে গত ১০ এপ্রিল পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোস্ট গার্ড দক্ষিণ জোনে রক্ষিত দুই লাখ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা ধ্বংসের নির্দেশ দেন। ওই নির্দেশনার আলোকে এ ইয়াবা ধ্বংস করা হয়।
লেফটেন্যান্ট সাব্বির আহমেদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাফিজ, ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমানসহ কোস্ট গার্ড ও অভিযানে অংশগ্রহণকারী র্যাব সদস্যরা।