পাথরঘাটায় ইয়াবাসহ আটক ২

আটক জয় হাওলাদার ও শেখর হাওলাদার। ছবি : এনটিভি অনলাইন
বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটকরা হলেন- কাকড়াবুনিয়া এলাকার বাসিন্দা জয় হাওলাদার (১৮) ও চরদুয়ানি ছহেরাবাদ এলাকার বাসিন্দা শেখর হাওলাদার (৩০)।
বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আবুল কাশেম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আবুল কাশেম আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।