সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুরের ব্যাংক হিসাব-শেয়ার-গাড়ি জব্দ

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সাতটি ব্যাংক হিসাব, তিনটি প্রতিষ্ঠানের নামে থাকা সাড়ে তিন লাখ শেয়ার ও দুটি গাড়ি ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ফ্রিজ হওয়া শেয়ারের মধ্যে এনাম মেডিকেল হাসপাতাল লিমিটেডের তিন লাখ ৫৯ হাজার ৫০০টি, এনাম এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজের ১০ হাজার ও এনাম ক্যানসার হাসপাতাল লিমিটেডের ১০ হাজার শেয়ার রয়েছে। ফ্রিজ হওয়া দুটি গাড়ির দাম এক কোটি ৪৬ লাখ টাকা।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এর আগে গত ১০ মার্চ দুদক বাদী হয়ে ডা. মো. এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ডা. মো. এনামুর রহমানের নামে জ্ঞাত আয়বহির্ভূত ছয় কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এ ছাড়া তাঁর নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে তিনি আয়ের উৎস আড়াল করে মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।