এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ২ শিক্ষক আটক

টাঙ্গাইলের দেলদুয়ারে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করায় দুই শিক্ষককে আটক করা হয়েছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) দেলদুয়ার উপজেলার ডা. এফ আর খান পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—শাহানশাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আল মামুন ও সহকারী শিক্ষক জিয়াউর রহমান।
জানা যায়, ওই দুই শিক্ষকের কেন্দ্রে নিয়মিত দায়িত্ব পালনের অনুমতি না থাকা সত্ত্বেও কেন্দ্র সচিবকে ম্যানেজ করে অতিরিক্ত তিনটি শিট সংগ্রহ করে তাতে প্রশ্নপত্রের উত্তর লিখে পরীক্ষা কেন্দ্রে সরবরাহের উদ্যোগ নেন। কিন্তু তার আগেই কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পরেন তারা। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।
কেন্দ্র সচিব ডা. এফ আর খান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই শিক্ষককে থানায় নিয়ে গেছে পুলিশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, কেন্দ্রে একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দুই শিক্ষককে আটক করা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রের ট্যাগ অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।