ফেনীতে মোটরসাইকেল থেকে ফেলে কুপিয়ে হত্যা

ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল থেকে ফেলে আবুল হাসেম (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার ওলামাবাজার সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন সডকের ওপর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রতিপক্ষের লোকজন আগে থেকে সড়কের দুপাশে ওৎ পেতে ছিল। আবুল হাসেম মোটরসাইকেলযোগে আসার পথে সড়কের দুপাশ থেকে মোটা একটি রশি টেনে ধরলে মোটরসাইকেল উল্টে তিনি নিচে পড়ে যান। এরপর ১০-১২ জন এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হাসেমকে সড়কে ফেলে চলে যান। এসময় হাসেমের একটি পা হাঁটুর ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া ঘাড়, পিঠ ও হাতে ১০-১২ টি কোপের জখম দেখা যায়।
খবর পেয়ে হাসেমের আত্মীয়রা এসে তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় রাশেল নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর সেনাবাহিনী, সোনাগাজী মডেল থানা পুলিশ, পিবিআই ও ডিবি পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হাসেমের বাবা আবদুশ শুক্কুর বলেন, ‘কোনো প্রকার উসকানি ছাড়াই পূর্ব বিরোধের জেরে আমার ছেলেকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে মারা যাওয়ার আগে খুনিদের নাম বলে গেছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. বায়েজীদ আকন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি, মামলার প্রস্তুতি চলছে, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে মাঠে পুলিশি তৎপরতা চলছে।’