ভারতীয় নিষিদ্ধ ওষুধসহ যুবক গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভারতীয় নিষিদ্ধ ওষুধসহ আবু আরেফিন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার আবু আরেফিন ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চঙ্গাখতা গ্রামের বাসিন্দা।
গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শাহনেয়াজ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে আবু আরেফিনকে আটক করা হয়। জেলা ডিবির পঞ্চগড় শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদেকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এএসআই সাদেকুল ইসলাম জানান, অভিযানের সময় মাদক কারবারি আরেফিনের কাছ থেকে ২০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার আবু আরেফিনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এএসআই সাদেকুল ইসলাম।