রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালী বেতবুনিয়ার মনারটেক আমবাগান এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটা দুর্ঘটনায় বিকেল পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—চট্টগ্রামের রাউজান উপজেলার কাজীপাড়া ঢাকালমুখ এলাকার আবু তোরাব (৫০), সুলতানপুর গ্রামের জয়নাল আবেদীন (৬০), হাটহাজারী উপজেলার পূর্বআলমপুর গ্রামের মাহবুবুর রহমান বাচ্চু (৫০), কাউখালী উপজেলা বেতবুনিয়া তালুকদার পাড়া এলাকার নুরুন নাহার (৪০), ডাবুয়া এলাকার মিনু মারমা (৩৫) ও অটোরিকশাচালক সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাসনাবাদ এলাকার ইজাদুল ইসলাম (২৫)।
এদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই এবং বাকি তিনজন রাউজানের একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ।
প্রত্যক্ষদর্শী অপর সিএনজি যাত্রী রূপম দে জানান, চট্টগ্রামের দিক থেকে আসা চট্ট মেট্রো ন ১১-৬৪৯২ নম্বরের পিকআপের সঙ্গে চট্টগ্রামমুখী চট্টগ্রাম থ-১১-৯১৭৩ নম্বরের সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলের অবস্থা খুবই ভয়াবহ ছিল।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাপ্তাই সার্কেলের অ্যাডিশনাল এসপি জাহিদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক।