বাবার সঙ্গে গোসলে গিয়ে নদীতে প্রাণ গেল শিশুর

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পানিতে ডুবে অদিতি দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অদিতি ওই গ্রামের অবিকল দাসের মেয়ে। আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের দাসপাড়া এলাকার ধনু নদীতে এ ঘটনা ঘটে।
দাসপাড়া গ্রামের বাসিন্দা বিকাশ দাস জানান, দুপুরে অবিকল দাস তার মেয়ে অদিতিকে নিয়ে বাড়ির সামনের ধনু নদীতে গোসল করতে যান। গোসল শেষে অদিতিকে বাড়ির দিকে কিছুটা এগিয়ে দিয়ে তিনি নৌকায় করে ধান আনতে যান। কিছুক্ষণ পর শিশুটি আবারও একা নদীতে গোসল করতে গেলে এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়।
বিকাশ দাস আরও জানান, অদিতিকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি অদিতিকে নদীর পাড়ে যেতে দেখেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নদীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে নিধুরঞ্জন দাস নামে একজন শিশুটিকে অজ্ঞান অবস্থায় খুঁজে পান।
পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল জানান, এ বিষয়ে শিশুটির পরিবার থেকে থানায় কেউ কোনো অভিযোগ জানায়নি।