আত্মবিশ্বাস বাড়াতে ঠাকুরগাঁওয়ে শিশু-কিশোরদের ‘স্বপ্নের মেলা’

‘শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হলে দেশ এগিয়ে যাবে সামনের দিকে’—এ স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোরদের স্বপ্নের মেলা।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পৌর শহরের গোবিন্দনগর এলাকার ওয়ার্ল্ড ভিশন সেন্ট মাদার তেরেসা স্কুল প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে স্থানীয় ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষ। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা অফিসার জেমস মানুয়েল বৈদ্য, মেডিকেল অফিসার শামীমা সরকার সাথী, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নরেশ মারান্ডী, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, ঠাকুরগাঁও ক্রিকেট কাউন্সিল বোর্ডের কোচ রকনুজ্জামান রাহাতসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় বক্তারা বলেন, শিশুদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখার সুযোগ ও তা প্রকাশের পরিবেশ তৈরি করা গেলে ভবিষ্যতে শিশুরা নিজেদের লক্ষ্য অর্জনে আরও বেশি উৎসাহিত হবে।
আলোচনা শেষে স্কুল প্রাঙ্গণে মেলার বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন উপস্থাপন করে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক আবার কেউবা খেলোয়াড় কিংবা পাইলট হওয়ার স্বপ্নকে গল্প, প্রতিকৃতি, ছবি ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরে। শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ মেলাকে উৎসবমুখর করে তোলে।

অভিভাবকরাও শিশুদের এমন স্বপ্নময় উপস্থাপনায় মুগ্ধ হন। তারা জানান, এ ধরনের আয়োজন শিশুদের অনুপ্রাণিত করবে এবং তাদের লক্ষ্য ঠিক করতে সহায়ক ভূমিকা রাখবে।
আয়োজক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিশন জানায়, শিশুদের স্বপ্ন ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।