বুড়িমারী থেকে ‘বুড়িমারী এক্সপ্রেস’ চলাচলের দাবিতে রেলপথ অবরোধের ঘোষণা

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশে চলাচলের দাবিতে লালমনিরহাটে মশাল মিছিল করেছে স্থানীয়রা। আজ শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় জেলার হাতীবান্ধা উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়। মশাল মিছিল শেষে আগামীকাল রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা রুটে চলাচল করায় জেলার চার উপজেলা - আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামের মানুষ শুরু থেকেই সরাসরি এই ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত। ফলে এই চার উপজেলার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বুড়িমারী থেকে ট্রেনটি চালানোর দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবি, বুড়িমারী একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর এবং এখান থেকে সরাসরি ট্রেন চলাচল শুরু হলে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা হবে।
মশাল মিছিলে অংশগ্রহণকারীরা আগামীকাল সকাল থেকে বুড়িমারী স্থলবন্দরগামী সড়ক এবং লালমনিরহাট-বুড়িমারী রেলপথে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।