হাতীবান্ধায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বিদ্যালয় ভবন, পাঠদান ব্যাহত

লালমনিরহাটের হাতীবান্ধায় কালবৈশাখী ঝড়ে পারুলিয়া তফসিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভবন লন্ডভন্ড হয়ে গেছে। এতে করে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত রয়েছে। এছাড়াও উপজেলায় অনেক ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) রাতে কালবৈশাখী ঝড়ে বড় একটি গাছ উপড়ে পরে পারুলিয়া তফসিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভবন লন্ডভন্ড হয়।
এ বিষয়ে ষষ্ঠশ্রেণীর ছাত্র তাওহীদ বলেন, কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পরে আমাদের বিদ্যালয়ের চারটি শ্রেণি কক্ষ নষ্ট হয়েছে। সে কারণে বিদ্যালয় আজ বন্ধ রে দিয়েছে। স্কুল গিয়ে আমরা ঘুরে এলাম।
এ বিষয়ে পারুলিয়া তফসিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র বর্মণ বলেন, রাতে ঝড়ে গাছ উপড়ে পড়ায় বিদ্যালয়ের ভবনের চারটি শ্রেণিকক্ষ লন্ডভন্ড হয়ে গেছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, বিদ্যালয়টি পরিদর্শন করেছি। ঝড়ে গাছ উপড়ে পড়ে শ্রেণি কক্ষগুলো পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ঘরবাড়িসহ অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।