নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি অটোচার্জার ভ্যান এবং বিপুল ব্যাটারি ও কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৩ এপ্রিল রাতে নওগাঁর সাপাহার উপজেলার ইলিমপুর এলাকায় সাদিকুল ইসলাম নামের এক চালকের অটোভ্যান ছিনতাই করে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি। পরবর্তীতে সাপাহার থানায় একটি মামলা দায়ের হয়।
এছাড়া গত ২৫ এপ্রিল দিনগত রাতে পোরশা উপজেলার সরাইগাছী টু আড্ডা বাজার রোডের মশিদপুর এলাকায় একইভাবে আরও একটি অটোচার্জার ভ্যান ছিনতাই হয়। পরবর্তীতে পোরশা থানায় মামলা দায়ের করে অটোচার্জার মালিক।
এসব মামলার পরিপেক্ষিতে নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ারের নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলায় ঘটে যাওয়া দুটি গাড়ি ছিনতাই চক্রের ৮ সদস্যকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ পোরশা উপজেলার সোভাপুর গ্রামের আব্দুল জব্বার, সাপাহার উপজেলার ধবলডাঙ্গা গ্রামের সেলিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পাথরপূজার গ্রামের নুরুজ্জামান, নওগাঁর মান্দা উপজেলার উত্তর কাঞ্চন গ্রামের শহিদ খান, একই গ্রামের কাওছার আলী মৃধা, কালিকাপুর গ্রামের মতিন মোল্লা, কামারকুড়ি গ্রামের জিয়াউর রহমান ও শ্রীরামপুর গ্রামের আজিজুল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো. আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তারা।