গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

বরগুনার পাথরঘাটায় সিনথিয়া নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে সিনথিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পূর্ব গহরপূর এলাকায় এ ঘটনা ঘটে।
সিনথিয়া পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা হাসান মোহাম্মদ আলিফের মেয়ে। তার চার মাস বয়সী কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সিনথিয়ার শাশুড়ি মাঠে মুগডাল তুলতে যায়। কিছুক্ষণ পর কন্যাশিশুটির কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে গয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় সিনথিয়াকে দেখতে পান। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিনথিয়ার বাবা আলিফ অভিযোগ করে বলেন, সিনথিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকে সিনথিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই তাকে মারধর করত স্বামী হাসিব সিকদার ও তার মা। সংসার টিকিয়ে রাখার আশায় সিনথিয়া সব নির্যাতন মুখ বুজে সহ্য করছিল।
আলিফ আরও অভিযোগ করে বলেন, সোমবার (২৮ এপ্রিল) সকালেও সিনথিয়াকে মারধর করা হয় এবং পরে ওড়না পেঁচিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়। এ সময় সিনথিয়ার পরিবার হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (ওসি, তদন্ত) ইয়াকুব হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিনথিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে সিনথিয়ার স্বামী হাসিব সিকদার ও তার শ্বশুর জাকির সিকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।