ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচংয়ের নিমসার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
চান্দিনার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার (১ মে) ভোর থেকে এ যানজট দেখা দেয়।
বেলা সাড়ে ১১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট রয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে সকাল ১০টার দিকে ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। ততক্ষণে মহাসড়কে বাড়তে থাকে থেমে থাকা গাড়ির দীর্ঘ সারি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বেলা ১১টা টার দিকে ঢাকাগামী এশিয়া এয়ারকন পরিবহনের যাত্রী আব্দুল আলীম বলেন, ‘কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে সকাল সাড়ে সাতটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। দীর্ঘ আড়াই ঘণ্টা সময় মাত্র চান্দিনা এসে পৌঁছেছি। যানজটের যে অবস্থা গাড়ি একেবারেই ধীরে চলছে। ঢাকায় কাজ শেষ করে ফিরতে পারবো বলে মনে হচ্ছে না।’
বাসচালক হাবিব বলেন, ‘সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমসার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১১টা ৪০ মিনিটে গৌরীপুর এডে পৌঁছেছি। ঢাকায় পৌঁছতে আরও কতক্ষণ সময় লাগবে বলতে পারছি না। অথচ স্বাভাবিক সময়ে এতক্ষণে ঢাকায় যাত্রী নামিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা।’
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।