নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ চলছে
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে শ্রমিক জনতার সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর সোয়া ২টার দিকে এ সমাবেশ শুরু হয়৷ পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ওলামা দলের কারি গোলাম মোস্তফা।
সমাবেশের সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
সকাল থেকেই দলে দলে নেতাকর্মীরা নয়াপল্টনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিক জনতার ঢল নেমে আসে। দুপুর ২টার আগেই লোকে লোকারণ্য হয়ে যায় নয়াপল্টন।
শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।
মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে ‘শ্রমিক সমাবেশ’ আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। বুধবার (৩০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।
ঢাকাসহ তার আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এ সমাবেশে অংশ নেবেন বলে জানা গেছে।