গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি। ফাইল ছবি
মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় সজল (৪৫) নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১ মে) দিনগত রাত দেড়টার দিকে গজারিয়ার আনারপুরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজল পটুয়াখালীর বাউফল উপজেলার বসিন্দা।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকাগামী লেনে একটি পিকআপ অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সজল মারা যান।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।