শ্রীনগরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

নিহতের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেয়টখালী এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেপরোয়া গতিতে চলা একটি প্রাইভেটকার পথচারীকে চাপা দেয়। এ সময় এক অ্যাম্বুলেন্স চালক ধাওয়া করে প্রায় ১০০ মিটার দূরে গাড়িটিকে আটক করেন। তবে গাড়ির চালক ও যাত্রীরা পালিয়ে যান।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। গাড়িটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।