বাসের ধাক্কায় সুবিপ্রবি শিক্ষার্থীসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

সুনামগঞ্জে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ডিপ্লোমা ২য় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশী ও সফিকুল ইসলাম। এই ঘটনায় আরও গুরুতর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়। গুরুত্বর আহত আরও একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, দুপর দেড়টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি লোকাল বাস দ্রতগতিতে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সিএনজি অটোরিকশা ভেতরে থাকা যাত্রীরা পাশের খাদে, ডোবায় উড়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ডিপ্লোমা ২য় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশী ও সফিকুল ইসলাম। পরে স্থানীয়রা এসে আরও তিনজন আহতকে উদ্বার করে সুনামগঞ্জ সদর হাসপালে পাঠান। সেখানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী মারা যান। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পরে বাসটি শান্তিগঞ্জ উপজেলায় রেখে চালক পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করে।
প্রত্যক্ষদর্শী সিএনজিচালক মামুন রশীদ জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রবাহী বাস ও সুনামগঞ্জমুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির যাত্রীরা খাদ ও ডোবায় পড়ে যান। ঘটনাস্থলেই এক পুরুষ ও একজন নারী মারা যান। পরে স্থানীয়দের সহয়তায় তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
সুনামগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. জাকির হোসেন জানান, বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে ঘটস্থলে গিয়েছি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আরও এক শিক্ষার্থী হাসপাতলে মারা যায়।