আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ শুরু

আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ শুক্রবার (২ মে) বিকেল ৩টার দিকে রাজধানীর গুলিস্তানের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এ সমাবেশ শুরু হয়। দলটির ঢাকা মহানগর শাখার ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে দুপুর থেকেই জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা৷
সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

এর আগে সমাবেশে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল বৃহস্পতিবার (১ মে) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা দেন।
ভিডিওবার্তায় নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা হয়েছিল। কিন্তু এখনও আওয়ামী লীগের ব্যানারে সংগঠনের নেতা-কর্মীরা প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, যা দুঃখজনক।’

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা তাদের বিচারের প্রক্রিয়া শুরু করার জন্য। অথচ আমরা শুরু থেকেই বলে আসছি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং দলটির আইনি জবাবদিহি নিশ্চিত করা জরুরি।’