নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে শ্রমিক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ভেঙে পড়ে সোহেল খান (৩৩) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার দেবাশুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল খান কাশিয়ানী উপজেলার ভাদুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের ছেলে।
নির্মাণ শ্রমিক আকাশ শেখ বলেন, ১৫ দিন আগে নিহত সোহেল ও আমি উপজেলার দেবাসুর গ্রামের মঞ্জুর আলী ওরফে ইকুল শেখের ভবনের নির্মাণ কাজ করি। শুক্রবার বিকেলে আমরা নির্মাণাধীন দ্বিতল ভবনের ছাদে দাঁড়িয়ে ভবনের চিলেকোঠার ছাদের সাটারিং খোলার কাজ করছিলাম। হঠাৎ ওই ছাদের একাংশ ভেঙে পড়লে সোহেল গুরুতর আহত হন। এ সময় আমি লাফ দিয়ে নিজেকে আত্মরক্ষা করি। গুরুতর আহত সোহেলকে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই সবুর খান বলেন, আমার ভাই সোহেল খান দুবাই প্রবাসী ছিলেন। সম্প্রতি তিনি দেশে এসে রাজমিস্ত্রির কাজ করেছিলেন। একটি দুর্ঘটনার কারণে তিনি মারা যান। আমরা বিনা ময়নাতদন্তে মরদেহটি নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানাবো। আমরা মরদেহ কাঁটা-ছেঁড়া করতে চাই না।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আয়ুব হোসেন জানান, সন্ধ্যায় মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মাথা ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।