ছয় মাসে পূর্বাচলকে বাসযোগ্য করার নির্দেশ রাজউক চেয়ারম্যানের

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম আজ শনিবার (৩ মে) হাতিরঝিল ও পূর্বাচল এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাতিরঝিলের পরিচ্ছন্নতা কার্যক্রমের তদারকি করেন এবং পূর্বাচল নতুন শহরকে আগামী ছয় মাসের মধ্যে বাসযোগ্য করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
এদিন সকাল সাড়ে ৮টায় রাজউকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চেয়ারম্যান প্রথমে হাতিরঝিল পরিদর্শনে যান। সেখানে তিনি ওয়াটার বোটের জেটি, এম্ফিথিয়েটার, ওয়াকওয়ে ও রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরিচ্ছন্নতাকর্মীদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন এবং তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এরপর চেয়ারম্যান গুলশানে তার নিজের বাংলোর সংস্কার কাজ পরিদর্শনকালে বাজেট ও অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ব্যয় কমিয়ে আনার নির্দেশনা দেন।
হাতিরঝিল পরিদর্শন শেষে চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদল পূর্বাচলের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় পূর্বাচলে নির্মাণাধীন কবরস্থান ও কাঁচাবাজার পরিদর্শনকালে রাজউকের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশসহ কাঁচাবাজারে দ্রুত কার্যক্রম শুরুর ব্যবস্থা গ্রহণের কথা জানান।
পূর্বাচলকে দ্রুত বাসযোগ্য করে তোলার অঙ্গীকার ব্যক্ত করে রাজউক চেয়ারম্যান বলেন, ‘পূর্বাচলকে আগামী ছয় মাসের মধ্যে বাসযোগ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পূর্বাচল নতুন শহরকে অতিদ্রুত একটি সুন্দর, বাসযোগ্য এলাকা হিসেবে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজউক কাজ করে যাচ্ছে।’ তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান পূর্বাচলে রাজউকের অফিসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনায় পূর্বাচল নতুন শহরের লেকের পাড় ধরে যৌথভাবে বৃক্ষরোপণ এবং উত্তরা তৃতীয় পর্বের নির্মিত রাস্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়।
পরিদর্শনকালে রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) জনাব শেখ মতিয়ার রহমান, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) জনাব মোহা. হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী, প্রধান নগর পরিকল্পনাবিদ, প্রধান নগর স্থপতিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।