মাদারীপুরে আগুনে ২০ দোকানসহ তিন বসতঘর পুড়ে ছাই

মাদারীপুর শহরের সিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সেইসাথে দোকানগুলোর পাশে থাকা আরও তিনটি বসতঘরও পুড়ে গেছে।
আজ শুক্রবার (৪ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও দোকানের মালিকরা জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকানে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় কাপড়, কসমেটিকস, সেনেটারির দোকানসহ ২০টি দোকান। এ সময় মার্কেটের পাশে থাকা ৩টি টিনের বসতঘরও আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এ বিষয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসসহ রাজৈর, কালকিনি ও শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।